মা যার লজ্জাবতি গন লেজ নাড়ে চতুর্দিকের পানি যে জায়গায় পড়ে।
মা যার লজ্জাবতি গন লেজ নাড়ে চতুর্দিকের পানি যে জায়গায় পড়ে।
অনেক দিন আগের ঘটনা তারা ছিল তিন বন্ধু। অনেক কষ্টে করে তার কিছু টাকা পয়সা সংগ্রহ করেছে। একজন বিয়ে করবে একজন গরু ক্রয় করবে একজন জায়গায় ক্রয় করবে।
তিনজন একজায়গায় মিলিত হয়ে একটি পরামর্শ করলো তারা একে অন্যকে বললো আমরা তো এই তিনটি কাজ করার জন্য টাকা পয়সা সংগ্রহ করেছি। এখন এককাজ করি চলো আমরা তিনজন আমাদের গ্রামের গ্রাম সরকারের কাছে যাই। গিয়ে উনারে আমাদের তিনটা ইচ্ছা কথা বলি এবং উনার পরামর্শ নেই।
তারা চলে গেলো গ্রাম সরকারের কাছে যাবার পর গ্রাম সরকার বললেন। পরামর্শ নিবার আগে আমাকে ৩০০ টাকা ফি দিতে হবে। তারা ৩০০ টাকা ফি দিয়ে তাদের ইচ্ছার কথা বললো। বলার পর গ্রাম সরকার বললেন। মা যার লজ্জাবতি গন লেজ নাড়ে চতুর্দিকের পানি যে জায়গায় পড়ে।
তখন তারা তিনজন বললো কি বললেন আপনি আমরা তো কিছু বুঝতে পারছি না। গ্রাম সরকার বললেন যা বলার তা বলেছি। এখন তোরা এখান থেকে চলে যাও। এই বলে তাদের কে দমক দিয়ে তাড়িয়ে দিলেন। তারা রাস্তা দিয়ে যায় আর একে অপরকে বলে ৩০০ টাকা বেহুদা হারালাম।
তখন তাদের পাশে দিয়ে ৮০ বছর বয়সের এক বৃদ্ধ লোক যাইতেছেন। তিনি তাদের কথা শুনে বললেন। কিরে কি হারালে তোরা তারা বললো এই ঘটনা। বৃদ্ধ লোক হেসে বললেন। গ্রাম সরকার তো ঠিক বলেছে। তারা বললো কি ঠিক বলেছেন।
বৃদ্ধ লোক বললেন তোমাদের মধ্যে বিয়ে কে করবে একজন বললো আমি বৃদ্ধ লোক বললেন তুমি যে মেয়েকে বিয়ে করবে। আগে দেখো তার মা লজ্জাবতি কি না। যে মেয়ের মা লজ্জাবতি সে মেয়ের ভালো হয়।
আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে গরু ক্রয় কে করবে একজন বললো আমি। বৃদ্ধ লোক বললেন বাজারে গিয়ে আগে দেখবে যে গরু গন গন লেজ নাড়ায় সে গরু ক্রয় করবে। কারণ যে গরু গন গন লেজ নাড়ে সে গরু সম্পূর্ণ সুস্থ।
আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে জায়গায় ক্রয় করবে একজন বললো আমি। বৃদ্ধ লোক বললেন জায়গায় ক্রয় করার আগে খেয়াল করে দেখবে যে জায়গায় চার দিক থেকে পানি এসে পড়ে সেই জায়গায় ক্রয় করবে। কারণ যে জায়গায় চার দিক থেকে পানি এসে পড়ে সে জায়গায় ফসল ভালো হয়।
তখন বৃদ্ধ লোক তাদের বললেন এ জন্য গ্রাম সরকার তোমাদের কে বলছেন মা যার লজ্জাবতি গন লেজ নাড়ে চতুর্দিকের পানি যে জায়গায় পড়ে।