কুকুরের তিনটি অভ্যেস কেনো।
কুকুরের তিনটি অভ্যেস কেনো।
একজন ভিক্ষুক একটা কুকুরকে বললো তর তিনটি বদঅভ্যেস আছে। কুকুর বললো কেন আমার কি তিনটি বদঅভ্যেস। ভিক্ষুক বললো তুই দেয়ালে প্রস্রাব করিস। তুই ভিক্ষুক দেখলে কেউ কেউ করিস। তুই মাঝরাতে কেউ কেউ করে মানুষের ঘুম ভাঙ্গাস। কুকুর বললো এটা নি আমার বদঅভ্যেস।
তাহলে শুনেন। আমি কি জন্য দেয়ালে প্রস্রাব করি। জমিনে কেনো প্রস্রাব করি না। কারণ আল্লাহর বান্দাগন জমিনে সিজদা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। আমি যদি জমিনে প্রস্রাব করি তাহলে জমিন অপবিত্র হয়ে যাবে তাই জমিনে প্রস্রাব করি না।
আমি ভিক্ষুক দেখলে এজন্য কেউ কেউ করি ভিক্ষুক আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছে চায়। তাই ভিক্ষুক দেখলে কেউ কেউ করি। আর মাঝরাতে কেউ কেউ করার কারণ হলো মানুষ সারাদিন পাপকাজ করে রাতে ঘুমিয়ে পড়ে। রাত যখন গভির হয় তখন আমি তাদের কেউ কেউ করে জাগিয়ে দেই তারা যেন সজাগ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। কুকুরের কথা শুনে ভিক্ষুক কোনো কথা না বলে চুপ করে চলে গেলো