কলিজা ছাড়া গাধার জন্ম
কলিজা ছাড়া গাধার জন্ম
একবনে বাস করত একটি শিয়াল ও একটি গাধা। গাধা ছিল খুব দুর্বল সে ঠিক মতো হাঁটাচলা করতে পারতোনা। গাধা একদিন দেখে নদীর ঐপারে একলোক সরিষা চাষ করছে। সে খুব কষ্ট করে নদী পার হয়ে সরিষা ক্ষেতে ঢুকলো এবং খাওয়া শুরু করলো, কিছু দিন পর তাঁর
শরীরে এমন শক্তি ফিরে এলে সে দুই লাফে নদী পার হয়ে যায়। শিয়াল তাকে দেখে আর মনে মনে ভাবে গাধার কলিজাটা কি ভাবে খাওয়া যায়। শিয়াল একদিন সকাল বেলা অন্য বন থেকে একটি বাঘকে নিয়ে এলো। এবং দুর থেকে গাধাকে দেখিয়ে বললো মামা ঐ যে গাধা। বাঘ গাধাকে দেখে শিয়ালকে বললো আরে বেটা ওরে তো আমি শামলাতে পরবো না।
শিয়াল বললো মামা আমি যদি ওরে নদীর এপারে লাফ দেওয়াতে পারি তাহলে আপনি ওরে সামলাতে পারবেন নি। বাঘ বললো দেখি পারি কি না শিয়াল ওপারে গিয়ে গাধাকে বললো কি খবর ভাই কেমন আছেন। গাধা বললো অনেক ভালো আছি। শিয়াল বললো এখন কয় লাফে নদী পার হতে পারেন। গাধা বললো এক লাফে শিয়াল বললো কিরে ভাই আগে বললেন দুই লাফে এখন বলছেন এক লাফে। ঘটনা কি গাধা বললো আরে এটাতো কয়েক দিন আগে কথা।
এখন এক লাফে নদী পার হয়ে যাই। শিয়াল বললো আমাকে একটু দেখানতো । এদিকে আবার বাঘ জুপের মধ্যে বসে আছে টার্গেট নিয়ে। গাধা শিয়ালে কথা লাফ দিয়ে এক লাফে নদী ওপারে গিয়ে পড়লো। আর বাঘ তার ঘাড় ধরে তাকে মাটিতে পেলে দিলো। ফেলে দিয়ে বাঘ ইচ্ছা মতো গাধার রক্ত খেয়ে শিয়ালকে বললো আমি এখন ঘুমিয়ে পড়বো।
ঘুম থেকে উঠে তোকে নিয়ে খাবো আমি ঘুম থেকে ওঠার আগে তুই ওর শরীরে হাত দিবে না। তুই যে জায়গায় বসে আসিস এই জায়গায় বসে তাক। এই বলে বাঘ ঘুমিয়ে পড়লো। শিয়াল মনে মনে ভাবতে লাগলো বাঘ মামার যে মেজাজ দেখতেছি আমাকে তো কিছু দিবে না। বেশি কথা বললে আমাকে মেরে ফেলবে।
তাইলে এককাজ করি আমি আমার ইচ্ছাটা পূরণ করে নেই। শিয়াল আস্তে আস্তে গিয়ে গাধার মূখের দিকে হাত ঢুকিয়ে গাধার কলিজা টেনে বের করে খেয়ে একটু দুরে গিয়ে ঘুমের বান করে শুয়ে রয়েছে। কিছুকন পর বাঘ ঘুম থেকে উঠে শিয়াল কে বললো কিরে ঘুমিয়ে আছিস নাকি। শিয়াল বললো মামা পেটে খিদায় কি ঘুম আসে।
বাঘ বললো আচ্ছা দাঁড়া শিয়াল বললো মামা আপনি এরে একটু চেক করে নেন। নাইলে আবার বলবেন আমি সব কিছু খেয়ে ফেলেছি। বাঘ গিয়ে ভালো করে চেক করে বললো না সব ঠিক আছে। বাঘ গাধার বুক চিরে দেখে কলিজা নাই। শিয়ালকে দমক দিয়ে বলে এই কলিজা কোথায়। শিয়াল হাসি দিয়ে বলে মামা গাধার রক্ত খেয়ে মনে হয়। আপনার সব গেছে বাঘ বলে আগে বল কলিজা কোথায়। শিয়াল বলে মামা মাথা ঠান্ডা করেন।
আর আমি কি বলি তা মনে দিয়ে শুনেন বাঘ বললো কি বলবি বল শিয়াল বললো মামা ওর যদি কলিজা থাকতো তাহলে কি সে আপনার সামনে লাফ দিতো।
আপনি বলেন আপনার সামনে লাফ দেওয়ার সাহস কি তার আছে। আসল কথা হলো ওর কলিজা মূলত জন্ম থেকে নেই। সে কলিজা ছাড়া জন্ম নিয়েছে।
বাঘ বললো ঠিক বলেছিস তা না হলে সে কিভাবে আমার সামনে লাফ দেয়ে। তুই এখানে বসে থাক আমি খাওয়া পর যা থাকবে তা তুই খাবি। শিয়াল মনে মনে বললো আমাকে দিলে দিও না দিলে নাই। আমার যেটা খাওয়া ইচ্ছে ছিল তা আমি খেয়ে ফেলেছি।