বেশি চালাকের ঘাড় ভাঙ্গা।

 

বেশি চালাকের ঘাড় ভাঙ্গা।


গ্রামে  বাস করত একলোক লোকটা ছিল অতি চালাক। সে সব সময় তার নিজে থেকে অন্য রকম চলার চেষ্টা করতো। লোকটির শহরের মধ্যে একটি মুদি দোকান  ছিল। সে প্রতিদিন মোটরসাইকেল নিয়ে তার দোকানে যেতো। একদিন সে বাড়ী ফেরার সময় রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খাইতেছে।

আর মনে মনে ভাবতেছে। কিছু ঠান্ডা পড়েছে এবং সাথে  বাতাসও আছে। যদি শার্টি উলটো করে পরী তাহলে মনে হয় বুকের মধ্যে ঠান্ডা কিছু কম লাগবে । তাই সে শার্টি খুলে পাশে বসা  এক লোককে বলল ভাই আমার শার্টের বোতামগুলো একটু লাগিয়ে দেন।  লোক বলল ভাই আপনার শার্টের কলার তো পিছন দিকে  চলে যাবে।

দেখতে কি রকম লাগবে তো। সে বলল আপনাকে বলছি বোতামগুলো লাগিয়ে দিতে। যদি পারেন তাহলে দেন। লোকটি বল আচ্ছা দিতেছি। লোকটি বোতামগুলো লাগিয়ে দেওয়ার পর সে মোটরসাইকেল স্টার্ট দিয়ে। সে মনের সুখে যাইতেছে। কিছুদূর যাওয়ার পর একটি ব্রিজের সামনে।

পাথরের মধ্যে স্লিপ করে সে রাস্তার নিচে পড়ে গেল। এমন ভাবে পড়ল মোটরসাইকেল উপরে  আর  সে নিচে। ব্রিজের উপরে থাকা কিছু ছেলে দেখতে পেল একটি মোটরসাইকেল এক্সিডেন্ট হয়েছে। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় লোকটির নিচে আর মোটরসাইকেল উপরে।

দুজন মিলে মোটরসাইকেলটি সরানোর চেষ্টা করতেছে। হঠাৎ একজন পেছন থেকে বলে। আরে দাঁড়াও তো। লোকটির মনে হয় গাঁড় ফিরে গেছে। তখন সে নিচ থেকে বলতেছে ভাই আমার গাড় ঠিক আছে। তখন একটা ছেলে বলতেছে আরে সে তো এখনো সুস্থ আছে। দুজন মিলে তার গাড় টা সোজা করে দিলে সে হয়তো আরো কিছুটা সুস্থ হয়ে যাবে।

সে বলতেছে না ভাই আমার গাড় ঠিক আছে। তারা তার কোন কথা না শুনে দুজন মিলে তার গাড়টি শার্টের কলার  বরাবর সুজা করলো। তখন তারা দেখতে পেল লোকটি আর কোন কথা বলছে না। তখন তারা শার্টটি খুলে দেখতে পেল তার গাড় ঠিক ছিল। কিন্তু সে শার্টি উল্টো করে পড়েছে।

তখন তারা সেখান থেকে পালিয়ে গেল। আর তারা একে অন্যকে বলতে থাকলো যদি সে শার্টিটি এইভাবে না পড়তো তাহলে তার এই অবস্থা হতো না। আমরা তো  ভাবছি মনে হয় তার  গাড় ফিরছে কারণ শার্টি ফেরার তো কথা নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url