রাজার ইচ্ছে হলো

 রাজার ইচ্ছে হলো 




একজন রাজার খুব ইচ্ছে জাগলো যে তার রাজ্যের মধ্যে কোন পরিবার স্বামীর কথায় চলে। আর কোন পরিবার স্ত্রী কথায় চলে।  তা দেখার তিনি তখন ডোল  পিটিয়ে তার রাজ্যের মধ্যে সবাইকে জানিয়ে দিলেন। যার পরিবার স্বামীর কথা চলে তারা কালকে রাজ দরবার থেকে এসে একটি করে ঘোড়া নিয়ে  যাবে। 


আর যাদের পরিবার স্ত্রী কথা চলে তারা একটি করে আপেল নিয়ে যাবে। সকাল বেলা রাজা রাজ সিংহাসনে বসে দেখছেন। সবাই একটা করে আপেল নিয়ে যাচ্ছে। এটা দেখে রাজা মন খুব খারাফ হয়ে গেলো আর মনে মনে ভাবতে লাগলো হায় আল্লাহ আমার রাজ্যের মধ্যে একটি পরিবার ও কি নাই স্বামীর কথা চলে। 


কিছু  সময় পর একটি লোক এসে বলতেছে রাজা মশাই আমার পরিবার আমার কথায় চলে  আমাকে ঘোড়া দেন। রাজা তো মহাখুশি যাইহোক  একজন তো পাওয়া গেলো যার কথায় তার পরিবার চলে। রাজা তাকে বললেন জলদি যাও আমার ঘোড়া শাল থেকে যে ঘোড়া তোমার পছন্দ হয় সেটা নিয়ে যাও। 


সে ঘোড়া শালে গেলো গিয়ে কুচকুচে কালো একটি ঘোড়া নিয়ে গেলো। বাড়ি নিয়ে যাওয়ার কিছুক্ষন  পর ঘোড়া নিয়ে আবার আসলো। রাজা জিজ্ঞেস করলেন। তুমি ঘোড়া নিয়ে ফেরত আসলে কেনো।  সে বললো রাজামশাই আমার বউ বলতেছে। কালো ঘোড়া নাকি অশুব লক্ষণ। তাই তার কথায় সাদা ঘোড়া নিতে আসলাম। রাজা ধমক দিয়ে বললেন ঘোড়া রেখে আপেল নিয়ে যা।


তার কিছুক্ষণ পর মন্ত্রী এসে বললো। মহারাজ তাদের ঘোড়া আর আপেল না দিয়ে যদি একটি করে মূদ্রা দিতেন তাহলে তাদের একটু না হয় উপকার হতো। রাজা তখন বলেন আমিতো তাই চাইছিলাম। রাণী বললেন মূদ্রা না দিয়ে আপেল দেন। তখন মন্ত্রী মূসকী হেসে বলে রাজামশাই আপনার জন্য কি একটি আপেল নিয়ে আসবো। 


রাজা মন্ত্রীকে দমক দিয়ে বললো আমাকে নিয়ে মসকারা করো। জানো আমি তোমার কি করতে পারি। মন্ত্রী বলে জানিতো। রাজা বললেন আচ্ছা যাইহোক তোমাকে ক্ষমা করে দিলাম । আবার রাজা মন্ত্রীকে বললেন শুনো তুমি


 একথা এখন বলছো কেনো গত কালকে তো বলতে পারতে। মন্ত্রী বলে আমি গতকাল বলতে চাইছিলাম। কিন্তুু আমার বউ বলছে এখন না বলে কাজ শেষ করার পর বলার জন্য । রাজা হেসে বললেন মন্ত্রী তুমি ও একটা আপেল নিয়ে যাও। না নিলে তোমার বাড়ী পাঠিয়ে দিবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url