আমি মাংস খাব ফাও।

আমি মাংস খাব  ফাও। 




অনেক আগের একটি ঘটনা কোরবানির ঈদের আগের শুক্রবারে মসজিদের ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে বয়ান করছেন। কোরবানির ফজিলত  সম্পর্কে কুরবানী করলে কতটুকু সওয়াব হবে এসব আলোচনা শুনে। এক লোক আর সহ্য করতে পারছে না।সে মনে মনে ইরাদা করেছে এবার না হয় চুরি করে একটি গরু কুরবানী দেব।


সে কুরবানীর  ঈদের দুই দিন আগে তার গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার  দূরে থেকে। একটি গরু চুরি করে নিয়ে মসজিদের পাশ দিয়ে আসছিল রাত তিনটা বাজে। মসজিদের হুজুর তখন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছিলেন। হঠাৎ মানুষের শব্দ পেয়ে তিনি বললেন কে কে। 


তখন ঐ লোক বলল হুজুর আমি  হুজুর বললেন আপনি এত রাত্রে কোথা থেকে আসছেন এই গরু নিয়ে সে বলল গত শুক্রবার আপনার বয়ান শুনে আমার মনকে কোন ভাবে বুঝাতে  পারতেছি না। মনে মনে এবার ভাবছি চুরি করে না হয় একটি গরু কুরবানী দেব তাই এই  গরু চুরি করে নিয়ে আসতেছি। 


হুজুর বললেন আস্তাগফিরুল্লাহ একি করছেন আপনি জানেন চুরি করার অপরাধ কি সে বলল হুজুর এত কথা বলবেন না আমি হিসাব নিকাশ মিলিয়ে রেখেছি। হুজুর বললেন কি হিসাব নিকাস আপনি  মিলিয়ে রেখেছেন।


সে বললো গরু চুরি করলে যতটা গুনাহ কুরবানি করলে ততটা সওয়াব। তাই  আমার হিসাব হলো  তারা একটা আরেকটা কাটবে। আর আমি মাংস খাব ফাও। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url