এক রাজার কন্যা সন্তান পাওয়ার জন্য দোয়া।
এক রাজার কন্যা সন্তান পাওয়ার জন্য দোয়া।
এক রাজা মানত করেছে তার একটি কন্যা সন্তান হলে সে ঐ কন্যা সন্তানের বিয়েতে দুনিয়ার সব ধন সম্পদ দিয়ে দিবে। আল্লাহ সেই রাজাকে কন্যা সন্তান দান করলেন এবং সে যখন বিয়ের উপযুক্ত হল তখন গেট গেল অন্যরকম একটি ঘটনা।
অন্য এক রাজা তার শূন্য নিয়ে তার রাজ্যের উপর হামলা করল এবং রাজ্যটি তার দখলে নিয়ে নিল। রাজা কোনমতে তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে অন্য এক গ্রামে রাজাকৃষক সেজে ছদ্মবেশে কৃষি কাজ করতে শুরু করল । এবং কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহ করতে থাকলো।
একদিন সে ইমাম ইবনে আহমদ এর দরবারে পৌছালো এবং সমস্ত ঘটনা খুলে বলল। এবং সে বলল হুজুর এখন আমি আমার ইচ্ছে কিভাবে পূরণ করব এখন তো নিয়তি এমন হয়ে গেছে যে আমাকে কৃষি কাজ করে জীবনযাপন করতে হবে।
ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন এতে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। যখন তোমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যাবে তখন তাকে একটি কোরআন শরীফ সঙ্গে বিয়ে দিয়ে দাও। কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে অনেক কিছু আছে যা দুনিয়ার সম্পদের চাইতেও অনেক দামী।
সুবহানআল্লাহ