একজন টাকা পেলো অন্য জনের ঘর পুড়লো।
একজন টাকা পেলো অন্য জনের ঘর পুড়লো।
দুই বন্ধু এক সাথে সবসময় চলাফেরা করতো তাদের বাড়িও ছিল পাশাপাশি গ্রামে একদিন হঠাৎ করে ঘটে গেল একটি ঘটনা। দুই বন্ধু একসাথে বসে আছে তখন তারা শুনতে পেল তাদের বাড়ি থেকে পূর্বদিকে প্রায় দশ কিলোমিটার দূরে একটি গানের আসর বসবে। এর কিছুক্ষণ পর আবার তারা খবর পেল তাদের বাড়িতে থেকে পশ্চিম দিকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
তখন তারা একজন আরেকজনকে বলতে লাগলো।চল আমরা গান শুনতে যাই। দুজনের মধ্যে একজন বলল না চল ওয়াজ শুনতে যাই একজন বলছে গান শুনতে যাই অন্যজন বলছে ওয়াজ শুনতে যাই। এভাবে দুজন কথা কাটাকাটি করতে করতে এক সময় দুজন সিদ্ধান্ত নিল।
একজন ওয়াজ শুনতে যাবে আর আরেকজন গান শুনতে যাবে এই বলে তারা বাড়িতে চলে গেল। সন্ধ্যাবেলা একজন ওয়াজ শুনতে গেল অন্যজন গান শুনতে গেল। পরের দিন সকাল বেলা যে গান শুনতে গিয়েছিল সে এক নদীর পাড় দিয়ে বাড়িতে আসছিল। হঠাৎ এসে দেখতে পায় নদী দিয়ে দুটি টাকার ভর্তি পাতিল বেঁচে যাচ্ছে।
সে নদীতে নেমে টাকা গুলো তুলে নিয়ে বাড়িতে চলে এলো। অন্যদিকে যে ওয়াজ মাহফিলে গেছিল সে বাড়িতে এসে দেখে তার গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ গরুর খাবার যে খড় গুলা ছিল সেগুলা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বড় ধরনের কোন ক্ষতি হয় নাই।
বিকেলবেলা দুই বন্ধু একসাথে মিলিত হয়ে একজন আরেকজনকে বলতে লাগল তাদের মনে কথা। যে ওয়াজ শুনতে গিয়েছিল সে বলল ভাই এভাবে আমার গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহর রক্ষা করেছেন তা না হয় আমার পুরো বাড়ির পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখন যে গান শুনতে গিয়েছিল সে মুচকি হেসে বলল ভাই আমি তো গান শুনে আসার সময় অনেক টাকা পেয়েছি।
যার গোয়াল ঘর পড়েছে সে বলল কি বলিস । তখন সে বলল আমিও তো চিন্তা করতেছি তুই গেলি ভালো কাজে আর আমি গেলাম মন্দ কাজে। আমি পেলাম টাকা আর তোর গোয়াল ঘর পড়ে ছাই হয়ে গেল এ কি হল কিছু তো বুঝতে পারতেছি না।
চল দুজন মিলে আমাদের মসজিদের বড় হুজুরের কাছে যাই গিয়ে ঘটনা খুলে বলি। দুজন মিলে মসজিদের বড় হুজুরের কাছে গিয়ে সব কিছু খুলে বললো। হুজুর তাদের কথা শুনে বললেন আচ্ছা ঠিক আছে আপনারা এখন যান দুদিন পরে আসবেন। দুদিন পর তারা দুজন আবার হুজুরের কাছে গেল।
হুজুর বললেন আপনাদের মধ্যে কে গান শুনতে গেছিলেন একজন বলল আমি হুজুর। তখন হুজুর বললেন আপনি ওই রাত্রে সাত রাজার ধন পাওয়ার কথা ছিল। কিন্তু আপনি গানের আসরে যাওয়ার কারণে আপনি ওইটা থেকে বঞ্চিত হয়েছেন আর আল্লাহ তার ওয়াদা রক্ষা করতে গিয়ে আপনাকে কিছু টাকা দিয়েছে।
পরের জনকে বললেন আপনার গরুর খাবার অর্থাৎ গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে। সে বলল জি হুজুর তখন হুজুর বললেন ওই রাত্রে আপনার বাড়ির সমস্ত কিছু পুড়ে যাওয়ার কথা ছিল। আপনি ওয়াজ মাহফিলে যাওয়ার কারণে ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামীন শুধুমাত্র আপনার গোয়াল ঘর পুরে বাকি কিছু রক্ষা করে দিয়েছেন।
হুজুর তারপর দুজনকে উদ্দেশ্য করে বললেন অনেক সময় ভালো কাজের কারণে মন্দ থেকে বাঁচা যায় আর মন্দ কাজের কারণে ভালো জিনিস হাতছাড়া হয়ে যায়।