আমি একটা চোর স্বপ্নের ব্যাখ্যা করার কোন জ্যোতিষী না।

আমি একটা চোর স্বপ্নের ব্যাখ্যা করার কোন জ্যোতিষী না। 




 রাতের বেলা এক চোর ঢুকেছে একটি ঘরে  চুরি করতে ঢুকে চোর দেখতে পায় এই ঘরের মধ্যে একজন বুড়ি মহিলা ঘুমিয়ে আছে। চোরের হাটা চলার শব্দ পেয়ে বুড়ি মহিলার ঘুম ভেঙ্গে গেল। তখন চোর বুঝতে পেল এই বুঝি ধরে ধরা পড়ে গেলাম। 


বুড়ি মহিলাটি ছিল অত্যন্ত চালাক। বুড়ি মহিলাটি মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি বেশি কথা বলি তাইলে চোর আমাকে মেরে ফেলবে। যা করার বুদ্ধি খাটিয়ে করতে হবে। তখন বুড়ি মহিলা চুলকে বলতে লাগলো। বাবা তোমাকে দেখে মনে হয় তুমি কোন ভালো ফ্যামিলির সন্তান মনে হয় বড় কোন বিপদে পড়ে আজকে চুরি করতে এসেছো।


সমস্যা নাই এই যে দেখো আলমারি এর ভিতরে ১ লক্ষ টাকা আর কিছু স্বর্ণ  আছে। এগুলো তুমি নিয়ে যাও আমার এগুলো দরকার নাই কারণ আমার বয়স হয়েছে আমি আর বাঁচবোই বা কয়দিন। আর তুমি যাওয়ার আগে আমার কাছে একটু এসে বসো। 


তখন চোর স্বর্ণ এবং টাকা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে  মহিলার কাছে এসে বসলো। তখন বুড়ি মহিলা চুরকে বললো বাবা আমি একটু আগে  ঘুমিয়ে পড়েছিলাম তখন একটি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা তোমার কাছ থেকে জানতে চাই। চোর মনে মনে কয় এই বুড়ি মহিলার মত যদি সব বাড়ির মহিলারা হতো তাইলে আমার আর বেশি দিন চুরি করতে হত না। অল্প দিনেই বড়লোক হয়ে যেতাম। 


মহিলাটি বলল আমি স্বপ্নে দেখলাম আমি এক পাহাড়ের মধ্যে আটকা পড়েছি তখন বিরাট বড় এক ঈগল পাখি এসে। তিনবার অনেক জোরে জোরে বলতে লাগলো  আসলাম আসলাম আসলাম । এই বলে ঈগল পাখিটি চলে গেল বলতো বাবা  এর  মানে কি। চোর মনে মনে ভাবতে লাগলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে। 


পাশের রুমে থাকা মহিলার ছেলে আসলাম  মায়ের জোরে জোরে আসলাম ডাক শুনে দৌড়ে মায়ের রুমে ঢুকে দেখে একটি চোর ডুকরেছে। তখন সে চোর কে ভালোভাবে পিটাতে শুরু করলো। তখন বুড়ি মহিলা বললো অনেক হইছে এবার থাম। সে তার কৃতকর্মের ফল পেয়ে গেছে।


 তখন চোর বলতেছে না ভাই থামবেন না আমাকে আরো মারেন। যাতে আমার মনে থাকে আমি শালাএকটা চোর স্বপনে ব্যাখা করার  কোনো জ্যোতিষী না। 








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url