হুজুর আর চোরের মনে কথা
হুজুর আর চোরের মনে কথা
এক চোর রাত্রে বের হয়েছে চুরি করার জন্য। সে সারারাত ঘুরে চুরি করতে না পেরে মসজিদের পুকুরে এসে। পুকুরের এক সাইডে হাত-পা ধৌতো করতেছে। এদিকে ফজরের আযানের আগে মসজিদের হুজুর ঘুম থেকে উঠে পুকুরে গেছেন অজু করতে। হুজুর লক্ষ্য করে দেখেন
অন্য পাশে একটি লোক দেখা যাচ্ছে তিনি মনে মনে ভাবতে লাগেন মনে হয় আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে এসেছে। আর চোর অন্যপাশ থেকে মনে মনে ভাবতেছে মনে হয় আমার মত একটা চোর সারারাত চুরি করতে না পেরে মসজিদের পুকুরে এসে হাত মুখ ধৌতো করতেছে।
হুজুর ভাবতেছেন আমার মত আল্লাহ ওয়ালা কোন লোক হবে আর অন্যদিকে চোর ভাবতেছে আমার মত কোন চোর হবে। আমাদের সমাজেও অনেক লোক আছে সে যেরকম অন্যকেও সেইরকম ভাবে।