বাবা ছেলের গল্প
বাবা ছেলের গল্প
এক বাবা তার তিন বছরের ছেলেকে নিয়ে একটি গাছের নিচে বসে আছেন। এমন সময় একটি কাক এসে ঐ গাছের একটি ডালে বসলো। ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো এটা কি বাবা বললেন এটা একটা কাক। ছেলে আবার জিজ্ঞেস করলো এটা কি বাবা বললেন এটা কাক
এভাবে ছেলে জিজ্ঞেস করে এটা কি বাবা আদর করে বলেন এটা কাক। এভাবে ছেলে নয় বার বাবাকে জিজ্ঞেস করলো এটা কি। আর বাবা নয় বার তাকে বললেন এটা কাক। আস্তে আস্তে ছেলে বড় হলো,
বাবা বৃদ্ধ হলেন বাবা বয়স প্রায় ৮০ বছর একদিন বাবা ঐ গাছের নিচে বসে আছেন। বাবা পাশে ছেলেও বসে আছে। তখন একটি কাক এসে গাছের ডালে বসলো তখন বারার পুরনো কথা মনে পড়ে গেলো।
বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন গাছের ডালে ওটা কি ছেলে বললো এটা কাক। বাবা আবার জিজ্ঞেস করলেন এটা কি ছেলে বললো এটা কাক বাবা আবার জিজ্ঞেস করলেন এটা কি। ছেলে বাবাকে দমক দিয়ে বললো এটা কাক।
বাবা তখন ছেলেকে বললেন আমি তোমাকে মাত্র তিন বার জিজ্ঞেস করলাম এটা কি আরও তুমি আমার দমক দিয়ে বললে। এটা কাক তুমি যখন ছোট ছিলে এভাবে তোমাকে নিয়ে গাছের নিচে বসে ছিলাম আর একটি কাক এসে গাছের ডালে বসছিলো। তুমি আমাকে নয় বার জিজ্ঞেস করছিলে।
আর আমি তোমাকে নয় আদর করে বলেছিলাম এটা কাক। তুমি তিন বারে বিরক্ত হয়ে গেলে।