আজ সকাল থেকে চোখে দেকি
আজ সকাল থেকে চোখে দেকি
শহরের মধ্যে অনেক সুন্দর দুতলা একটি বাসা, বাসাতে বাস করত কিছু লোক,তাদের বাসার সামনে আরো একটি বাসা, দুটি বাসা লোকজন সুন্দর ভাবে চলাফেরা করতো। তারা এক বাসার লোকজন অন্য বাসায় বেড়াতে যেতো।
যদি তাদের মধ্যে কোন বাসার লোক দুরে কোথায় বেড়াতে যেতো তাহলে অন্য বাসার লোক দের বলে যেতো, তাদের বাসার দিকে খেয়াল রাখার জন্য।
একদিন দুতলা বাসার সবাই বেড়াতে গিয়াছে শুধু এক মহিলা তিনি বাসায় আছেন। তার নতুন বিয়ে হয়েছে। তাই তিনি বাসায় আছেন।
তিনি দুপুর বেলা বাথরুমে গোসল করতে গিয়ে কাপড় খুলে মাথায় শ্যাম্পুব্যবহার করছেন। এমন সময় বাসার কলিং বেল বেঝে উটলো তিনি মনে করলেন এখন আবার কে আসলো মনে ফকির হবে।
তিনি গায়ে কাপড় না পরে মেইন দরজার কাছে গিয়ে ছিদ্র দিয়ে দেখেন। তাদের পাশের বাসার অন্ধ ছেলে আবুল হাতে কি নিয়ে দাড়িয়ে আছে। তিনি মনে মনে ভাবলেন সে তো আর চোখে দেখে না। আমার গায়ে কাপড় আছে কি না তা ও সে দেখতে পারবে না।
এই বেবে তিনি দরজা খুলে আবুল কে জিজ্ঞেস করলেন কিরে আবুল তুমি এই সময় কি জন্য আসলে আর তোমার হাতে ওটা কি। আবুল বললো আংটি এটা মিষ্টির কাটুন আম্মু পাঠিয়েছেন। মহিলা বললেন তোমাদের বাসায় কি মেহমান আসছে।
আবুল বললো না আংটি মেহমান আসেনি মহিলা বললেন তাহলে মিষ্টি কি জন্য। আবুল বললো আংটি আমি আজ সকাল থেকে চোখে দেকি এ জন্য মিষ্টি।