তিন বুদ্ধি মান একসাথে
তিন বুদ্ধি মান একসাথে
আগের যুগে চেয়ারম্যান মেম্বার এ সব পদপদবী ছিলো না। ছিল গ্রাম সরকার সর পঞ্চ ১৬ ফোনি ২৮ ফোনি রকম বিচারকদের নাম। তারা তিন জন ১৬ ফোনির বিচারক বৃদ্ধ হয়ে গেছেন তাই তিন জন একসাথে সফল করতে বের হলেন।
কিছু দুর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেলো তারা সিদ্ধান্ত নিলেন একটি জঙ্গলে মধ্যে রাত কাটাতে, তারা তাদের কাছে থাকা টাকা পয়সা গুলো কে একটি কাপড়ের মধ্যে ভালো বেদে লম্বা একটি বাঁশ তিন জন মিলে নামিয়ে বাশের মাথা টাকার পুটলাটা বেদে বাঁশটি উপরে ছেড়ে দিয়ে তারা বাঁশে
নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের টাকা নাই। তিনজনের মধ্যে একজন বললেন যে আমাদের টাকাটা চুরি করেছে সে মনে হয় অনেক উচা আরেক জন বললেন তার মনে হয় দাঁড়ি মুচ চাছা। তৃতীয়জন বললেন মনে হয় তার নাম মুসা।
তখন তারা তিনজন সিদ্ধান্ত নিলেন শহরে গিয়ে তাকে ধরবেন। তারা শহরে গিয়ে শহরের মধ্যখানে তিন রাস্তার মোড়ে তিনজন দাঁড়িয়ে রইলেন। হঠাৎ একজন দেখতে দেখলেন উচালম্বা একজন মানুষ আসতেছে শহরের মাঝখান দিয়ে। আরেকজন বললেন হ্যাঁ দেখতেছি তার মুখে দাড়ি মুচ নেই।
তিন নাম্বার জন দৌড়ে গিয়ে তাকে ধরে বললেন তুমি কি মুসা। সে বলল হে আমার নাম মুসা তারা বললেন আমাদের টাকাগুলা দিয়ে দাও। সে টাকা পকেট থেকে টাকা গুলো বের করে দিয়ে বললো আপনারা কিভাবে বুঝলেন আমি নিয়েছি।
তারা তিনজন বললেন আমরা সারাজীবন বিচার করে এইভাবেই চোর ধরে।