তাঁর এক হলে অন্যদের দুই হবে।
তাঁর এক হলে অন্যদের দুই হবে।
অনেক দিন আগের ঘটনা একলোক বাস করতো একটি গ্রামে লোকটা ধার্মিক হলেও তার সভাব ছিল হিংসুটে। তার কোন সন্তান ছিল না। সে রাতের বেলা আল্লাহ
দরবারে কান্না কাটি করতো আর ধনসম্পদ চাইতো কিন্তুু আল্লাহ তাকে কোনো ধনসম্পদ দিতেন না। এভাবে চল্লিশ বছর পার হয়ে গেলো ।
সে অনেক কান্নাকাটি করে আল্লাহ কাছে ধনসম্পদ চাইতেছে। এমন সময় ফেরেস্তারা আল্লাহকে বললেন ও আল্লাহ আপনার বান্দায় আনেক দিন ধরে কান্নাকাটি করে তাকে কিছু ধনসম্পদ দিয়ে দেন। আল্লাহ বললেন আমি যা জানি তোমার তা জানোনা তাকে ধনসম্পদ দিলে সে লোকজন কে সমস্যায় পালাইবো। ফেরেস্তারা আবার অনুরোধ করলেন। দয়া করে কিছু ধনসম্পদ তাঁকে দান করুন।
আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তাকে ধনসম্পদ দিবো। সে কিন্তুু পরে সমস্যা করবে, তোমাদের মধ্যে থেকে একজন মানুষ সুরত ধারণ করে এই পাথরটি নিয়ে তার কাছে যাবে। গিয়ে তাকে বলবে সে যেনো রাতে ঘুমানোর আগে পাথরটি সামনে নিয়ে তার যা যা দরকার তা চেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর সে দেখবে তার সব হয়ে গেছে।
কিন্তুু সে যা চাইবে সে তা পাবে আর বাড়ীর লোকজন তার থেকে দ্বিগুণ পাবে। অর্থাৎ সে যদি চায় একটি পাকাঘর একলক্ষ টাকা, সে তা পাবে আর তার পাশে ঘরের লোক পাবে দুটি ঘর দুই লক্ষ টাকা।
ফেরেস্তা মানুষের সুরত ধারণ করে তার সামনে গিয়ে হাজির হলেন। সে ও তার বউ দুজন বসে গল্প করছে এমন সময় সাধা পাঞ্জাবি পরা লোক দেখে বলে উঠলো আপনি কে ফেরেস্তা বললেন আমি আল্লাহর এক বান্দা। আপনারা অনেক দিন ধরে ধনসম্পদ চাইতেছো। তাই আল্লাহ আমাকে পাটি ছেন। এই পাথরটি নাও
এবং রাতে ঘুমানোর আগে পাথরটি সামনে নিয়ে আপনাদের যা যা প্রয়োজন তা বলে ঘুমিয়ে পড়বে সকালে উঠে তা পেয়ে যাবে। তবে আপনাদের বাড়ীর আশপাশের অন্য লোকেরা আপনাদের থেকে দ্বিগুণ পাবে । অর্থাৎ আপনারা এক লক্ষ টাকা পেলে উনারা ২ লক্ষ টাকা পাবে আপনারা একটি ঘর পেলে উনারা দুইটি ঘর পাবে ।
এই বলে পাথরটি দিয়ে ফেরেশতা চলে গেলেন। তখন ওই লোক তার বউকে বললো আমি অনেক কষ্ট করে ধন সম্পদ অর্জন করতেছি আর এরা আমার থেকে দ্বিগুণ পাবে এটা আমি মেনে নিতে পারব না। দরকার নেই পাথরটি লুকিয়ে রেখে দাও।
কিছুদিন পর লোকটি এক জায়গায় বেড়াতে গিয়ে রাত্রে সেখানে থেকে গেল । তার বউ রাত্রে পাথরটি বের করে সামনে নিয়ে বলল কালকে সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার একটি পাকা ঘর। ১ লক্ষ টাকা এই বলে সে পাথরটি রেখে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে তার একটি পাকা ঘর হয়ে গেছে এবং এক লক্ষ টাকা তার বালিশের কাছে রাখা।
এবং পাশের লোকজনের দুটি পাকা ঘর ২ লক্ষ টাকা করে তারা পেয়েছে। তার বউ মনে মনে বললো আরে হয়ে যাক তাতে সমস্যা কি আমারও তো হয়েছে। বাড়ির লোকজন অনেক খুশি। সে দুপুরবেলা বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে থেকে দেখে তার বাড়িতে এরকম অবস্থা সে তখন তার বউকে মনে মনে গালিগালাজ করতে শুরু করল।
ঘরে এসে বউকে বললো এ কি করলে তুমি। বউ বলল তাতে সমস্যা কি আমরা তো আমাদের যা প্রয়োজন ছিল তা পেয়েছি। সে বলল আচ্ছা টিক আছে পরে ব্যবস্থা নেব। কিছু দিন পর লোকটা রাতের বেলা পাথটি বের করে সামনে রেখে পাথরকে বললো কাকে সকালে ঘুম থেকে উঠে যেন দেখি আমার এক চোখ কানা।
তার মানে হলো তার একচোখ কানা হলে তাদের দুটো চোখ কানা হবে। তারা আর কিছু দেখবে না সে তার একচোখ দিয়ে দেখে তাদের সব কিছু নিয়ে নিবে এটা তার ভাবনা।
এদিকে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বললেন কিরে আমি আগে কি বলেছিলাম। এখন দেখো সে কি করতেছে ফেরেস্তারা বললেন প্রভু আমাদেরকে মাফ করে দিন। আমরা বুঝতে পারছি না। আল্লাহ বললেন যাও গিয়ে পাথরকে বলো আমি তাকে হুকুম করছি সে যেন তার কোন কথা শুনে না। এবং তার যা ধনসম্পদ হয়েছে তা যেন দংশ হয়ে যায় ফেরেস্তা তাই করলেন।