একজন কৃপণ লোকের বাড়ীতে মেহমান আসলো,
একজন কৃপণ লোকের বাড়ীতে মেহমান আসলো,
একজন কৃপণ লোকের বাড়ীতে মেহমান আসলো, কৃপণ লোক তার ছেলেকে ডেকে বললো এই যা বাজার থেকে আধা কেজি গরুর মাংস নিয়ে আয়। কিছু কন পর ছেলে খালি হাতে ফিরে এলো। বাবা ছেলেকে বললো কিরে খালি হাতে ফিরে এলে কেনো।
ছেলে বললো বাবা আমি বাজারে গিয়ে কসাই কে বললাম আমাকে ভালো দেখে আধা কেজি মাংস দাও। কসাই বললো তোমাকে এমন ভালো মাংস দিবো খেয়ে মনে হবে মাংস নয় মাখন খাচ্ছো। আমি চিন্তা করলাম মাংস নিবো কেনো। মাখনই নিয়ে যাই। চলে গেলাম মাখনের দোকান গিয়ে বললাম আমাকে আধা কেজি মাখন দেন। মাখনের দোকানদার বললো চিন্তা করিও না তোমাকে এমন মাখন দেবো খেয়ে মনে হবে মাখন নয় মধু খাইতেছো।
আমি আবার চিন্তা করলাম মাখন না নিয়ে মধু নিয়ে যাই। তাই চলে গেলাম মধুর দোকানে। মধুর দোকানে গিয়ে মধুর দোকানদারকে বললাম আমাকে আধা কেজি মধু দেন। মধুর দোকানদার বললো চিন্তা করিও না তোমাকে এমন মধু দেবো দেখলে মনে হবে। স্বচ্ছ গ্লাসে থাকা সাদা পানি। এখন চিন্তা করে দেখলাম। সাদা পানিতো বাড়িতে আছে। তাই খালি হাতে ফিরে এলাম। বাবা বললো সাবাস বেটা উচিত কাজ করেছো।
কিন্তুু বাজারে যে গুরাগুরি করে তোমার পায়ের জুতা যে খয় করলা। ছেলে বললো বাবা আমি বাজারে যাবার সময় মেহমানের জুতা নিয়ে গেছি।