বাবা কালু রে আর নিচে নামিছ না

 বাবা কালু রে আর নিচে নামিছ না




স্কুলের প্রধান তার ছাত্র ছাত্রীদেরকে বলছেন আগামীকাল আমাদের স্কুল ভিজিট করতে আসবেন। জেলা শিক্ষা অফিসার তাই তোরা সকাল ১০:০০ টার আগে স্কুল আসবে। পঞ্চম শ্রেনীর  একটি ছাত্র খুব খারাপ নাম তার কালু।

প্রধান শিক্ষাক কালুকে ডেকে বললেন বাবা কালু তুমি কালকে স্কুলে আসবে না। এই বলে প্রধান শিক্ষাক চলে গেলেন। কালু বাড়ীতে গিয়ে চিন্তা করে আর মনে মনে বলে, আগামী কালকে স্কুল কি আমাকে তা দেখতে হবে।

কালু সকাল ০৮:০০ টার সময় স্কুলে গিয়ে ছাদ বেয়ে উঠে ক্লাস রুমের ভিতর ঢুকে সিট বেঞ্চের নিচে শুয়ে রইলো। সকাল ১০:৩০ মিনিটের সময় জেলা শিক্ষা অফিসার আসলেন এসে তিনি সোজা পঞ্চম শ্রেনীর ক্লাসে ডুকে পড়লেন।

ঢুকে ছাত্র ছাত্রীদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করার পর। শিক্ষা অফিসার বললেন আমি তোমারেকে একটি প্রশ্ন করবো দেকি তোমাদের মধ্যে কে উত্তর দিতে পারে। তিনি প্রশ্ন করলেন একি জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ হয়েছে জিনিস টা কি।

এই প্রশ্ন শোনার পর প্রাধন শিক্ষাক মনে মনে ভাবেন এই প্রশ্ন তো আমি কোনো দিন শুনি নাই। আমার ছাত্র ছাত্রীরা কিভাবে উত্তর দিবে। এমন সময় সিট বেঞ্চের নিচ থেকে কালু বলে আমি  পারবো স্যার।

শিক্ষা অফিসার বললেন তুমি পারবে তাহলে তুমি এখানে কেন বেরিয়ে এসো। এমন সময় প্রধান শিক্ষাক মনে মনে ভাবে হায় হায় আজ সবশেষ ও কিভাবে এখানে ঢুকলো কালু সামনে এসে বলে উত্তর হলো মাতার চুল।

শিক্ষা অফিসার মনে মনে বলে আমি জানি নদী, কোনো জায়গায় পদ্মা কোনো জায়গায়  মেঘনা কোনো জায়গায়  যমুনা এভাবে এক-এক জায়গায় এক-এক নাম প্রাকাশ হইছে। সে চুল কিভাবে বলে।

শিক্ষা অফিসার কালকে জিজ্ঞেস করলেন কিভাবে কালু বলে স্যার যখন মাথায় তাকে তখন চুল, মাথা থেকে একটু নিচে নামলে চোখের ভ্রু আরো একটু নিচে নামলে মূছ আরো একটু নিচে নামলে দাড়ি আরো একটু নিচে নামলে শরীরের পশম।

শিক্ষা অফিসার ও প্রধান দুজন একসাথে বলে উঠলেন বাবা কালুরে আর নিচে নামিস না এখানে থেমে যায়।
আরো একটু নিচে যদি নামিস তাইলে মান সম্মান আর কিছুই থাকবে না। শিক্ষা অফিসার বলেন বাবা কালুরে এ রকম প্রশ্ন আমি আর কোন দিন করবো না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url