ভন্ড পীর ও তার মুরিদ
ভন্ড পীর ও তার মুরিদ
এক ভন্ড পীর গেছে তার মুরিদের বাড়ীতে। রাতে খাওয়া দাওয়া করার পর পীর সাহেব ঘুমাবে এমন সময় মুরিদকে বলেন বাবা লাইট টা একটু অফ করে দাও।
মুরিদ বললো হুজুর চোখ দুটো বন্ধ করেন এমনিতে লাইট অফ হয়ে যাবে। পীর সাহেব মনে মনে ভাবে এ কি সাংঘাতিক মানুষ।
কিছুকণ পর পীর সাহেব মুরিদকে বলেন বাবা দেখেতো বাহিরে বৃষ্টি হচ্ছে নাকি, মুরিদ বলে আপনারা পাশে দেখেন একটি বিড়াল বাহির থেকে এসেছে, তার শরীরে হাত দিয়ে দেখেন ভিজা কিনা,
যদি তার শরীর ভিজা হয় তাইলে বাহিরে বৃষ্টি হচ্ছে। আর যদি তার শরীর ভিজা না হয় তাইলে বাহিরে বৃষ্টি হচ্ছে না। পীর সাহেব মনে মনে ভাবে জানিনা কোন বিপদে মধ্যে আছে।
কিছুকণ পর পীর সাহেব মুরিদকে ডেকে বললেন বাবা দরজাটা একটু বন্ধ করো আমার ঠান্ডা লাগতেছে, মুরিদ ডেকে বলে হুজুর আমিতো দুটো কাজই করলাম, আপনি না হয় একটি কাজ করেন।