আগের বউ ও নাই আর দুই হাতের খাওন ও নাই
আগের বউ ও নাই আর দুই হাতের খাওন ও নাই
এক লোকের বউ মারা গেছে লোকটি দ্বিতীয় বিয়ে করেছে দ্বিতীয় বউ খুব যত্ন সহকারে স্বামীর সেবা করে যাচ্ছে। বউ রান্না করার সময় বেশি পিয়াজ মসল্লা ইত্যাদি দিয়ে রান্না করে স্বামীকে খেতে দেয়ে।
স্বামীকে খাবার দিয়ে বউ পাশে বসে বাতাস করে আর স্বামীকে জিজ্ঞেস করে রান্না কেমন হয়েছে, মনে হয় ভালো হয়নাই। আগে আপা মনে হয় খুব ভালো রান্না করতেন। লোকটা খাবার খায় আর বলে।
আগের বউ ও নাই আর দুই হাতের খাওন ও নাই। পতি দিন এভাবে বউ বলে রান্না কেমন হয়েছে, সে বলে আগের বউ নাই আর দুই হাতের খাওন ও নাই। কিছু দিন পর পাশের বাড়ির এক দাদী বিকাল বেলা তাদের বাড়ীতে আসছে বেড়াতে।
এই সুযোগে নতুন বউ জিজ্ঞেস করলো আচ্ছা দাদী আমার আগে এই ঘরে যে আপা ছিলেন তিনি কেমন ছিলেন আর কেমন রান্না করতেন। দাদী বললেন আর তার কথা বলিস না। হে ছিল একটা খাতাস দুই তিন দিন পর পর গোসল করতো।
আর তার মাথা থেকে উকুন বেয়ে বেয়ে পড়তো। নতুন বউ বলে আচ্ছা বুঝতে পারছি মনে হয় অশুকের কারণে এটা করতেন। আচ্ছা দাদী উনার রান্নায় কেমন সাদ ছিল দাদী বললেন আরে সে তো মাছ কাটতে পারতো না।
সে মাছের আইশ সহ মাছ কেটে রান্না করতো আর তোর স্বামী যখন খেতে বসতো। তখন সে একহাতে মাছের আইশ পরিষ্কার করতো। আর একহাতে খাবার খেতো।
নতুন বউ মনে মনে বলে ও আচ্ছা এই ঘটনা। আমি কতো মজা করে রান্না করি আর উনি আমার সাথে ভাব মারে,আজ থেকে আর এতো মজার খাবার আর রান্না করবো না।