যাতা দেওয়া তো অনেক আগে থেকে পারি,

 যাতা দেওয়া তো অনেক আগে থেকে পারি, 




এক বৃদ্ধ লোক গেছে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে, গিয়ে সে বসছে ওয়াজের পেন্ডেল একবারে সামনে, হুজুর ওয়াজ করতেছেন। হাটাৎ লোকটির মোবাইল বেজে উঠল, তখন হুজুর বললেন বন্ধ করেন। 


আপনার মোবাইল হুজুর এ কথা বলতেই আর লোকজন ক্ষেপে গেলো লোকটির উপর, তিনি কোন উপায় না পেয়ে ওয়াজ মাহফিল থেকে বের হয়ে গেলেন। কিন্তুুকণ পর লোকটি আবার আসলো। 


তখন হুজুর তাকে ডেকে নিয়ে বললেন মোবাইল বন্ধ করছেন নাকি। আর আপনি কোথায় গেছিলেন লোকটি বললো মোবাইল বন্ধ করতে বাড়ীতে গিয়ে ছিলাম। হুজুর বললেন কেন আপনি বন্ধ করতে পারে না। 


লোকটি বলে না হুজুর আমি বন্ধ করতে পারিনা আমি শুধু লালটা আর সবুজটা চিনি। সবুজটাত মারলে কথা শুনা যায় আর লালটাত মারলে কথা বন্ধ হয়। আমি  শুধু এটা জানি। 


হুজুর বললেন এখন কি শিখে এসেছেন কিভাবে বন্ধ করতে হয়। সে বলে না হুজুর 


হুজুর বললেন আমার কাছে তোমার মোবাইল দেন। মোবাইল হাতে নিয়ে হুজুর বললেন এইটা যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়। 


লোকটা বললো ও আচ্ছা যাতাতো অনেক আগে থেকে দিতে জানি, কোন জায়গায় যাতা দিমু জায়গায় তো চিনিনা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url