নদীতে ফেলার জন্য ছেলে বাবাকে নিয়ে যাচ্ছে।

 নদীতে ফেলার জন্য ছেলে বাবাকে নিয়ে যাচ্ছে। 


এক লোকের মা নেই বাবা বেচে আছেন। বাবার বয়স প্রায় ৮০ বছর তিনি তেমন হাঁটা চলা করতে পারেন না। অনেক সময়  বিভিন্ন ধরনের খাবার খেয়ে বলেন ছেলের কাছে ছেলে বাজার থেকে এনে বাবাকে খেতে দেয়ে। 


কিন্তুু ছেলের বউ শশুড়কে দেখতে পারে না তার স্বামী ঘরে আসা মাত্র তার বাবা সম্বন্ধে বাজে কথা বলে। স্ত্রী কথা শুনে ছেলে তার বাবাকে গোয়াল ঘরের মধ্যে একটি বিছানা করে ওখানে রেখে দিলো। 


কিছু দিন পর আবার ছেলের বউ তার স্বামীকে বললো এক কাজ করো তোমার বাবাকে রাতের বেলা নদীতে ফেলে দাও। ফেলে দিলে আমাদের আর কোনো বাড়তি  করছ হবে না। 


ছেলে তার বউয়ের কথায় রাজি হয়ে বাবাকে রাতের অন্ধকারের মধ্যে কাঁদে নিয়ে যাচ্ছে নদীতে ফেলে জন্য। কিছু দুর যাবার পর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে কোনো যায়গায় নিয়ে এসেছো।


ছেলে বললো আজ আমি তোমার আরও কোনো কথা শুনবো না তোমাকে নদীতে ফেলে দেবো। বাবা বললেন নদীতে ফেলে দেবে ফেলে দাও আমার কোনো আপত্তি  নেই। তবে আমাকে বলো এখন কোথায় নিয়ে এসেছ 


ছেলে বললো আমাদের বাড়ি থেকে সুজা পশ্চিমের মোড়ে  এই মোড়ে তোমাকে ফেলবো। বাবা ছেলের কাঁথ থেকে বললেন বাবা তুই আমাকে আমাদের বাড়ি থেকে উত্তরে নদীর মোড়ে ফেলে দেয়।


ছেলে বললো কি জন্য বাবা বললেন এখানে একটা কথা আছে। ছেলে তার বাবাকে কাদ থেকে নামিয়ে বললো কি কথা। বাবা বললেন আমি যখন তোমার দাদাকে নদীতে ফেলে দেওয়া জন্য  আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে। 


বলছিলেন বাবা তুই আমাকে দক্ষিণে মোড়ে ফেলিছ না ওখানে আমি তর দাদাকে ফেলেছি তুই আমাকে আমাদের বাড়ির পশ্চিমের মোড়ে ফেলে দেয়ে। তার পরে আমি তর দাদাকে ওখানে ফেলে আসি। 


কারণ তিনি তার বাবাকে ফেলেছেন দক্ষিণে মোড়ে আর আমি আমার বাবাকে ফেলেছি পশ্চিমের মোড়ে তুই একটু কষ্ট করে আমাকে ফেলে দেয়ে উত্তরের মোড়ে। 


ছেলে চিন্তায় পড়ে গেল আর মনে মনে ভাবেতে লাগলো আমার দাদা উনার বাবাকে ফেলেছেন দক্ষিণ মোড়ে আর আমার বাবা আমার দাদাকে ফেলেছে পশ্চিমের মোড়ে আমি  যদি আমার বাবাকে ফেলে দেই উত্তরের মোড়ে 


তাহলে নিশ্চয়ই আমার ছেলে আমাকে ফেলবে আরো যে কোনো  একটি মোড়ে। না আমি তা হতে দেবনা। তাই সে তার বাবাকে নদীতে না ফেলে বাড়ি নিয়ে গেলো। আর বউকে বললো আজ থেকে কোনো কথা চলবে না। আমার বাবার  জন্য  যা কিছু করা লাগে তা আমি করবো। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url