নেককার হয়ে ও জাহান্নামে যাবে আর পাপিষ্ট হয়ে জান্নাতে যাবে।

 নেককার হয়ে ও জাহান্নামে যাবে আর  পাপিষ্ট হয়ে জান্নাতে যাবে। 





হযরত মুসা আলাই সালাম  প্রতিদিন তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য  তূর পাহাড়ে যাচ্ছেন এমন সময় দেখতে পান একটি লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে। আর আল্লাহর এবাদত করতেছে।

লোকটি মুসা আলাই সাল্লাম কে দেখে সালাম দিয়ে বলল। হে আল্লাহর নবী মুসা। আপনি তো প্রতিদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন আজকে গিয়ে  আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামীন আমার জন্য কোন বেহেস্ত রেডি করে রেখেছে।

তার কথা শুনে মূসা আলাই সালাম বললেন আচ্ছা ঠিক আছে। আগামী  কালকে আপনার এই সংবাদ পাবেন। মুসা আলাই সাল্লাম যাচ্ছেন কিছুদূর যাওয়ার পর। দেখতে পান রাস্তার পাশে একটি ঘর।

ঘর থেকে একটি মহিলা মুসা আলাই সাল্লাম কে সালাম দিয়ে বললেন। হে আল্লাহর নবী মুসা আপনি তো প্রতিদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। আজকে যদি আমার একটি খবর আল্লাহর দরবার থেকে এনে দিতেন তাহলে আমার অনেক উপকার হত।

মুসা আলাই সাল্লাম মহিলাটিকে বললেন কি আপনার সংবাদ বলেন। মহিলাটি করুন শুরে বলল হে আল্লাহর নবী মুসা আলাই সাল্লাম সবাই আমাকে ব***** এবং খারাপ মহিলা বলে জানে।

আসলেই আমি একজন খারাপ মহিলা এবং পাপিষ্ঠ। দয়া করে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার জন্য কোন জাহান্নাম রেডি করে রেখেছেন। দুনো জনের কথা শুনে মুসা আলাই সালাম তুর পাহাড়ে চলে গেলেন।

তুর পাহাড় এ গিয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। প্রথমে এই পুরুষ লোকটির কথা আল্লাহর কাছে জানতে চাইলেন। এবং পরে মহিলাটির কথাও বললেন। আল্লাহ রাব্বুল আলামিন।  মূসা আলাই সাল্লাম এর কথা শুনে মুসা আলাই সাল্লাম কে বললেন।

হে মুসা তোমার এই দুটি প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দেব। তুমি আজকে যাওয়ার সময় প্রথমে এই পুরুষ লোকটিকে জিজ্ঞেস করবে। আমি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামীন চাইলে  কি এই পৃথিবীকে। একটি ছোট্ সুইয়ের চিত্র দিয়ে এপাশ থেকে ওপাশে নিতে পারবেন কি না

একই প্রশ্ন পরে মহিলাটিকেও করবে। এবং তারা দুজন কি বলে আগামীকালকে আমাকে জানাবে। হযরত মুসা আলাই সাল্লাম বাড়ি ফেরার সময়। প্রথমে পুরুষ লোকটিকে জিজ্ঞেস করলেন।

তোমার প্রশ্নের জবাব আগামীকালকে পাবে  তবে তুমি আমাকে বল। আল্লাহ রাব্বুল আলামীন চাইলে কি এই পৃথিবীকে একটি সুঁইয়ের চিদ্র দিয়ে এপাশ থেকে ওপাশে নিতে পারেন কি।

পুরুষ লোকটি উত্তরে বলল না এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিভাবে পারবেন এত ছোট একটি সুইয়ের  ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবীকে এপাশ থেকে ওপাশে  নিতে। মুসা আলাই সাল্লাম বললেন এটা কি তোমার মনের কথা। পুরুষ লোকটি বলল হ্যাঁ।

মুসা আলাইহিস সালাম চলে গেলেন মহিলাটির ঘরের সামনে। গিয়ে মহিলাটিকে বললেন তোমার প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দেব। এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। মহিলাটি বলল কি প্রশ্ন

হযরত মুসা আলাই সাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামীন কি চাইলে এই বিশাল পৃথিবীকে। একটি ছোট সুইয়ের চিদ্র দিয়ে এপাশ থেকে ওপাশে নিতে পারেন। মহিলাটি উত্তর দিল আল্লাহ রাব্বুল আলামীন চাইলে নিতে পারেন। মুসা আলাইসাল্লাম মহিলা টিকে বললেন এটা কি তোমার মনের কথা। মহিলাটি বলল হ্যা এটাই আমার মনের কথা আল্লাহর নবী মূসা আলাই সাল্লাম।

পরের দিন মুসা আলাই সাল্লাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা শুরু করলেন। এবং দুজনের কথা বললেন বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামীন মুসা আলাই সাল্লাম কে বললেন। হে মুসা আমি সব জানি তারপরেও তোমাকে দিয়ে  প্রশ্ন করালাম।

পুরুষ লোকটির ঈমান একেবারে দুর্বল আমি আল্লাহ রাব্বুল আলামীন যে  এই পৃথিবী সৃষ্টি করেছি সে ভুলে গেছে।এবং তাহার মাঝে অহংকার চলে এসেছে। এর জন্য তাহার জন্য  আমি জাহান্নাম রেডি করে রেখেছি।

আর মহিলাটি যদিও পাপ কাজ করেছে। তার পরে-ও  সে একজন খাঁটি ঈমানদার গতকালকে তোমার সামনে আমার প্রতি যে তার ঈমানের পরিচয় দিয়েছে। সাথে সাথে তাকে আমি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস তার জন্য রেডি করে রেখে।

এ খবরটি তুমি তাদের দুজনকে ভালোভাবে বুঝিয়ে দিও।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url