একজনের বেতন ৫,০০০ টাকা অন্য জনের বেতন ২০,০০০ টাকা

 একজনের বেতন ৫,০০০ টাকা অন্য জনের বেতন ২০,০০০ টাকা 


রাজার রাজপ্রাসাদে একলোক লোক চাকুরী করতো তার কাজ ছিল গরু মহিষ ছাগল বেড়া এদের খাবারের ব্যবস্থা করা এবং তাদের  যত্ন নেওয়া। যাকে বলা হয় রাখাল  তার বেতন ছিলো ৫০০০ টাকা।

আর অন্য একজন লোক ছিল সে-ও রাজপ্রাসাদে চাকুরী করতো কিন্তুু তার কাজ ছিল রাজা কোন দিকে সফরে গেলে রাজার সাথে যাওয়া এবং থাকা আর মাঝে মধ্যে রাজাকে পরামর্শ দেওয়া। তার বেতন ছিলো ২০,০০০ টাকা।

একদিন উজির ৫০০০ টাকার রাখালকে বললো ভাই তুই যে পরিমাণ কষ্ট করিস তোর বেতন ২০,০০০ হওয়া উচিত ছিল। তার সাথে বললো দেখ যে মহারাজের সাথে থাকে সে কোন কাজ করে না শুধু মহারাজের সাথে গোরে। আর মহারাজ মাস শেষে তারে বেতন দেন ২০,০০০ টাকা।

তুই  আজ থেকে এত কাজ করিস না সারা দিনে আগের চেয়ে অর্ধেক কাজ করবে তখন দেখবে মহারাজ তর বেতন বাড়িয়ে ২০,০০০ করবে। আর আমি যে তোমাকে এই বুদ্ধি দিয়েছি এটা কাউকে বলবে না।

রাজা বুঝতে পালেন যে তার গরু মহিষ ছাগল রাখাল ঠিক মতো কাজ করছে না। এবং তার মনের ভাব টাও বুঝতে রাজার বাকি রইলো না। পরের দিন খবর আসলো রাজার বোনের বাড়ি থেকে।

রাজা বোনের একটি কুকুর ছিল সেটি বাচ্চা জন্ম দিয়েছে।রাজা মনে মনে ভাবলেন এইতো সুযোগ বুঝিয়ে দেওয়া কে কত টাকা বেতন পাওয়ার যোগ্য। তাই রাজা রাখালকে ডেকে বললেন তুমি যা-ও  গিয়ে দেখে এসো আমার বোনের একটি কুকুর বাচ্চা জন্ম দিয়েছে। এই

বাচ্চাগুলো কেমন আছে। সে দৌড়ে গিয়ে দেখে চারটি বাচ্চা এবং বাচ্চা  গুলো অনেক সুন্দর। দেখে এসে রাজাকে বলে মহারাজ কুকুর চারটি বাচ্চা দিয়েছে দেখতে অনেক সুন্দর। রাজা তাকে প্রশ্ন করলেন বাচ্চাদের মধ্যে পুরুষ কয়টা আর মহিলা কয়টা।

সে বলে মহারাজ এটাতো আমি দেখি নাই। সে আবার দৌড়ে গিয়ে দেখে দুই টা পুরুষ দুই টা মহিলা ফিরে এসে রাজাকে বলে মহারাজ কুকুরের বাচ্চার মধ্যে দুইটা পুরুষ আর দুইটা মহিলা।

রাজা আবার তাকে প্রশ্ন করলেন পুরুষ বাচ্চা গুলো দেখতে কেমন আরও মহিলা বাচ্চা গুলো দেখতে কেমন। সে বললো মহারাজ এটা আমি খেয়াল করে দেখি নাই। দাড়ান এখুনি দেখে আসছি। রাজা বললেন তোমার আর যাওয়ার দরকার নাই।

রাজা তিনার সাথের সফর সঙ্গীকে বললেন তুমি যা-ও গিয়ে আমাকে সঠিক তত্ত এনে দাও। তিনি গেলেন গিয়ে কুকুরের বাচ্চাদের পাশে বসলেন। এবং একটি ডায়েরিতে নোট করলেন।

প্রথমে লিখলেন কুকুর চারটি বাচ্চা দিয়েছে। তাদের মধ্যে দুইটা পুরুষ দুইটা মহিলা, পুরুষ বাচ্চার মধ্যে একটা সাদা ও লাল রং একটা সাদা কালা। মহিলা বাচ্চার মধ্যে দুইটা কালো তবে একটার কপাল সাদা  চিহ্ন আছে।

মনে হয় মহিলা বাচ্চা গুলো তাদের বাবা মতো হয়েছে। তাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। তাদের সম্পূর্ণ বিবরণ লেখে তিনি রাজ দরবারে হাজির হলেন। এবং ডাইরিটা রাজার সামনে দিলেন।

রাজা ডাইরি পড়ে সবকিছু বুঝতে পারলেন । এবং রাখাল কে বললেন তুমি তিন বার গিয়ে যা করতে পারনি সে একবারে তা করে এসেছে। এখন তুমি বলো তাহার বেতন ২০,০০০ হয়া ঠিক আছে কি না।
তখন রাখাল বলে উঠলো মহারাজ আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি। আর কোন দিন এমন কাজ করবো না

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url