আপনি কূলি করতে পারবেন
আপনি কূলি করতে পারবেন
এক লোকের ডায়রিয়া হয়েছে তিনি প্রথমে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। তাতে উনার ডায়রিয়া সারেনি।
পরে তিনি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন তাতেও উনার ডায়রিয়া সারেনি। তার পর তিনি শহরের নাম করা বড় ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন
তাতেও ডায়রিয়া সারে নাই। তিনি বাড়ীতে বসে কাঁদছেন আর একটু পর পর বাথরুমে যাচ্ছেন। এই সময় উনার গ্রামের একলোক আসলো তাকে দেখতে।
লোকটা এসে উনাকে বললো আপনি এক কাজ করেন অমুক যায়গায় একজন কবিরাজ আছেন। আপনি তাহার কাছে যান। তিনি আপনার চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন।
লোকটা কথা মতো তিনি কবি রাজের কাছে গেলেন গিয়ে বিস্তারিত সব কিছু বললেন। কবিরাজ উনার কথা শুনে বড় একটি বই বের করলেন। কবিরাজ বইয়ের পাতা উল্টাচ্ছেন আর।
জিজ্ঞেস করতেছেন আপনার পায়খানা কেমন পাতলা এই ভাবে বইয়ের পাতা উল্টাচ্ছেন আর জিজ্ঞেস করতেছেন আপনার পায়খানা কেমন পাতলা।
কয়েক বার জিজ্ঞেস করার পর লোকটি বলে উঠলো আমার পায়খানা এমন পাতলা আপনি ঠিক মতো কূলি করতে পারবেন।