সরকার ঘুমিয়ে পড়েছে বিরোধী দলে নিজের রুপচর্চায় ব্যস্ত
সরকার ঘুমিয়ে পড়েছে বিরোধী দলে নিজের রুপচর্চায় ব্যস্ত
একটি ৮/১০ বছরের ছেলে তার বাবাকে প্রশ্ন করলো। সরকার কি জিনিস। তার বাবা তাকে বললেন সরকার কি জিনিস তুমি কি তা জাননা তাহলে শোন।
আমি আমাদের সংসার চালাই আমি হচ্ছি সরকার। তোমার মা আমার সাথে সব সময় ঝগড়া আর মারামারি করে সে হলো বিরোধী দল।
আমি এবং তোমার মা সব সময় তোমার ভালো চাই এর জন্য তুমি হলে জনগণ। এবং তোমার ছোট ভাই হলো আমাদের ভবিষ্যৎ।
মনে তাকাবে তোমার ছেলেটি তার বাবার কথা না বুঝে ও বললো সে বুজেছে। সেই রাতে ছেলেটি ঘুমানোর পূর্ব তার বাবা রুমে।
উকি দিয়ে দেখলো তার বাবা ঘুমিয়ে পড়েছে তার মা রূপচর্চায় ব্যস্ত। ছেলেটি নিজের রুমে এসে দেখে ছোট ভাই প্রস্রাব করে বিছানা বিজয়ে ফেলেছে।
ঠিক তখনই টেলিফোন রিং বেজে উঠল ছেলেটি ফোন রিসিভ করতে ওপাশ থেকে তারা নানা বলে উঠলেন নানা ভাই বাসার খবর কি।
তখন ছেলেটি বললো খবর আর কি সরকার ঘুমিয়ে পড়েছে বিরোধী দলে নিজের রুপচর্চায় ব্যস্ত। তাদের ভবিষ্যৎ প্রস্রাব নিচে তলিয়ে যাচ্ছে।
তাদের এই কর্মকান্ড দেখে জনগণ বুঝতে পারছে এখন কি করবে।