বাদশাহ তিন মন্ত্রীকে পাঠালেন ফল আনতে

 বাদশাহ তিন মন্ত্রীকে পাঠালেন ফল আনতে 


বাদশাহ একদিন তিন মন্ত্রীকে ডেকে এনে বললেন আপনার তিন জন এই তিনটি বস্তা নিয়ে আমার ফলের বাগানে যান গিয়ে তিন জনে তিন বস্তা ফল নিয়ে আসেন।


বাদশার কথা মতো তিন জন মন্ত্রী তিনটি বস্তা নিয়ে ফলের বাগানে ঢুকলেন। ফলের বাগানে ঢুকে প্রথম জন ভালো ভালো ফল দেখে বস্তায় ভর্তি করা শুরু করলেন। 


দিদ্বিতীয় জন কিছু ভালো কিছু পঁচা ফল দেখে বস্তা ভর্তি করা শুরু করলেন। তৃতীয়জন মনে মনে ভাবলেন বাদশার কি এতো সময় আছে বস্তা খুলে দেখার। 


তাই তিনি বস্তার মধ্যে ফল না ভরে ঘাস লতাপাতা ভরে বস্তার মূখ বেদে রাখলেন। পরে তিন জন একত্রিত হয়ে। বাদশার দরবারে হাজির হলেন। 


হাজির হওয়ার পর বাদশা তাদের বস্তা খুলে না দেখে। সেনাবাহিনীকে নির্দেশ দিলেন এদের তিন জনকে কারাগারে  মধ্যে আলাদা আলাদা কক্ষে  ৭ দিনের জন্য বন্দী করার। 


এবং তারা যে বস্তার মধ্যে বাগান থেকে ফল ভরে এনেছে সেই বস্তা গুলো তাদের সাথে দেওয়া জন্য। এবং  অন্য কোন খাবার তাদের না দেওয়ার জন্য। 


বাদশার আদেশ মতো তিন জনকে বন্দী করা হলো। তাদের সাথে তাদের আনা ফলভর্তি বস্তা গুলো দেওয়া হলো। 


প্রথম মন্ত্রী ৭ দিন তার নিজের হাতের বাচা ভালো ফল গুলো খেয়ে পার করে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার আনা কিছু ভালো কিছু পঁচা ফল খেয়ে কোন মতে ৭ দিন পার করে দিলেন। 


তৃতীয় মন্ত্রী বেশি বুদ্ধি খাটিয়ে তার বস্তার মধ্যে যে ঘাস লতাপাতা ভরে আনছিলেন তাই তিনি কোন খাবার না পেয়ে   তিন দিন পর মারা গেলেন। 


Previous Post
No Comment
Add Comment
comment url