চিনি চা পাতা দুধ একসাথে মূখের ভিতরে দিয়ে চুলার উপরে বসে থাকি।

 চিনি চা পাতা দুধ একসাথে মূখের ভিতরে দিয়ে চুলার উপরে বসে থাকি। 





এক এলাকায় বাস করতো দুই বিল্লা তাদের কাজ ছিল কি ভাবে মানুষকে বিল্লা মেরে বোকা বানানো যায় । তারা দুজন এলাকার দুই পাশে বাস করতো। 


১ম বিল্লা মনে মনে চিন্তা করলো ২য় বিল্লার সাথে যদি আমার  বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তাহলে আমাদের  উপর আর কেউ বিল্লা মারা সাহস পাবে না।


তাই ১ম বিল্লা বুদ্ধি করে ২য় বিল্লাকে তার বাড়িতে দাওয়াত দিলো। ২য় বিল্লা দাওয়াত খেতে আসলো আসার পর ১ম বিল্লা ২য় বিল্লা কে খুব বেশি  আদর সমাদর করলো। এবং   অনেক ধরনের  ফল ফ্রুট নাস্তা খাওয়ালো।


এবং সবশেষে  গরম চা বিস্কুট দিলো চা টা ছিলো একটু বেশি গরম তাই ২য় বিল্লা চা পান করতে কিছুটা বিরক্তি বোধ করল। এবং তার সাথে বিল্লা মারা শুরু করে দিলো।


২য় বিল্লা ১ম বিল্লা কে বললো দোস্ত বাড়িতে আমি এত ঠান্ডা চা খাই না। ১ম বিল্লা বললো দোস্ত  তুমি বাড়ীতে কিভাবে চা খাও। ২য় বিল্লা বললো আমি চিনি চা পাতা দুধ একসাথে চায়ে কেটলিতে দিয়ে চুলায় জাল করি। 


যে সময় চা টা হয়ে যায় তখন কেটলি দিয়ে আমার মূখে ডেলে ডেলে খাই। ১ম বিল্লা মনে মনে ভাবে শালারে এতো আদর করার পর আমার সাথে বিল্লা মারা ছাড়লো না তাইলে আমি ও ছাড়বো না


১ম বিল্লা বললো দোস্ত আজকে আমারও চা খাওয়া হলো না কারণ আমি এইভাবে বসে চা খাই না। ২য় বিল্লা বললো তাহলে তুমি চা কি ভাবে খাও। 


১ম বিল্লা বললো আমি চুলার আগুনের তাপমাত্রা বাড়িয়ে  চিনি চা পাতা দুধ একসাথে আমার মূখের ভিতরে দিয়ে চুলার উপরে বসে থাকি নিচ দিয়ে জাল হয় আর আমার মূখের ভিতরে চা তৈরি হয় আর তা আমি  খাই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url