বাদশার অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেলো।
বাদশার অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেলো।
একদিন বাদশা ঘোষণা দিলেন যে আমাকে এমন একটা গল্প শুনাতে পারবে যে গল্প আমি জীবনে শুনি নাই। তাকে আমি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি দান করে দিবো।
ঘোষণা শোনার পর অনেক লোক আসে বাদশার দরবারে এসে অনেক সুন্দর সুন্দর গল্প বলে। গল্প শেষ হওয়ার পর বাদশা বললেন এই গল্প তো আরো অনেক বার শুনেছি।
এটা আমার কাছে অনেক পুরাতন। বাদশার এ কথা শুনে সবাই চলে যায়। এ ভাবে কিছু দিন যাওয়ার পর একছেলে কোনো কাজ কাম করে না শুরু ঘুরায় আর খায়।
ঐ ছেলে মা বলতেছে আর কত দিন এভাবে গাড়ের উপর বসে খাবি একটা কিছু কর নাইলে। আমি মরে গেলে তোকে বাড়ি থেকে বের করে দিবে মনে রাখিস এ কথা
তখন ছেলে বললো মা তুমি চিন্তা করিও না আমি আজ একটা পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি দোয়া করি ও আমার জন্য। মা বললেন আচ্ছা যা দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করেন।
ছেলেটি চলে গেলো বাদশার দরবারে গিয়ে বললো মহারাজ আমি আপনাকে একটি গল্প শুনাতে চাই বাদশা বললেন আচ্ছা তাহলে শোনাও।
ছেলে বললো মহারাজ আমার দাদা ছিলেন এই এলাকার একজন সফল ব্যবসায়ী ও ধনী লোক। আর আপনার দাদা ছিলেন এই এলাকার বাদশা। এবং তাদের দুজনের মধ্যে ছিল বন্ধুত্ব পূর্ণসম্পর্ক।
এটা নিশ্চয়ই আপনি শুনেছেন বাদশা বললেন হে এটা শুনেছি। তবে এটা তো কোনো গল্প নয়। ছেলে বললো না মহারাজ এইটা গল্প নয়। গল্প হলো আমার দাদার কাছ থেকে আপনার দাদা দুই ট্রাক ৫০০ টাকা নোট ধার নিয়েছেন এটা কি আপনি জানেন।
বাদশা চিন্তায় পড়ে গেলেন আর মনে মনে ভাবে লাগলেন যদি বলি শুনেছি তাইলেতো সে বলবে এখন আমার টাকা টা ফেরত দেন। আমি যদি আমার সারা রাজ্যো বিক্রি করে দুই ট্রাক ৫০০ টাকার নোট মিলাতে পারবো না।
তাহলে এক কাজ করি ওকে বলি এই গল্প আমি কারো কাছে শুনিনি। এ কথা বলে তাকে অর্ধেক সম্পত্তি দিয়া দেই অর্ধেটা নাহয় আমার থাকবে।
কিছু সময় বাদশা বললেন না এই গল্প আমি কোনো দিন শুনি নাই। ছেলে বললো মহারাজ তাহলে আপনার ঘোষণা অনুযায়ী আমাকে আপনার অর্ধেক সম্পত্তি দান করেন।
বাদশা বললেন হে আজ থেকে তুমি আমার অর্ধেক মালিক এই নাও কাগজপত্র।