আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন।
আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন।
রাজার এক মন্ত্রী ছিলো সে সবসময় বলতো আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। একদিন রাজার একটি আঙ্গুল কেটে গেল সেই সময় মন্ত্রী বলে উঠলো আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন।
রাজা রাগ করে বললেন আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি মসকারা করতেছো। রাজা হুকুম দিলেন তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে জেলখানায় বন্দী করা হোক। এবং তাকে জেলখানায় বন্দী করা হলো।
দুই তিন দিন পর রাজা শিকারের উদ্দেশ্যে বের হলেন কয়েকজন সঙ্গি নিয়ে। এক সময় তারা গহীন জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। এবং তাদের উপর জংলি মানুষরা হামলা করল।
দাওয়া খেয়ে সবাই পালিয়ে গেল কিন্তু রাজা কে জংলিরা ধরে ফেলল। সেদিন ছিল জংলিদের বড়দিন তারা সেদিন একজন মানুষ তাদের দেবদেবীর নামে হত্যা করত । তাই তারা রাজাকে ধরে নিয়ে গেলো।
যে সময় রাজাকে হত্যার জন্য মাটিতে শুয়ানো হলো তখন জংলি দের মধ্যে একজন বললো। এই দাড়ায় এর দেখছি একটা আঙ্গুল নাই। তারে দেবদেবীর নামে হত্যা করলে তারা খুশি হবেন না।
বরং তাঁকে ছেড়ে দাও। তারা রাজাকে ছেড়ে দিলো রাজা রাজদরবারে এসে সবাইকে বললেন আজকে আমার একটি আঙ্গুল না থাকার জন্য বেঁচে এসেছি। আমার ঐ মন্ত্রীকে জেল থেকে বের করে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো
মন্ত্রীকে আনা হলো রাজা বললেন আপনি যা বলেছেন তা সত্য আল্লাহ যা করেন তা ভালোর জন্য করে আজকে যদি আমার একটি আঙ্গুল থাকতো তাহলে আমি আর বেঁচে আসতে পারতাম না।
রাজা আবার মন্ত্রী কে বললেন আল্লাহ কেন আপনাকে জেলখানায় বন্দী করে রাখলেন। মন্ত্রী বললেন মহারাজ আমি যদি জেলখানায় বন্দী না থাকতাম তাহলে আমি আপনার সাথে শিকারে যেতাম।
আর ওরা আপনারা সাথে আমাকে বন্দী কর নিয়ে যেত আপনার একটি আঙ্গুল নাই বলে আপনাকে ছেড়ে দিতো। আর আমার সব ঠিক আছে দেখে আমাকে হত্যা করে ফেলতো। আল্লাহ আমাকে জেলে বন্দী করে রক্ষা করছেন। তাই আমি বলি আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন।