বউয়ের কথা শুনে ৫০০শত টাকার যায়গায় ২০০০ টাকা গেল।

 বউয়ের কথা শুনে ৫০০শত টাকার যায়গায় ২০০০ টাকা গেল। 





একদিন গোপাল নদীতে মাছ ধরতে গেছে গিয়ে সে একটা বড় বোয়াল মাছ পাইছে। মাছটি নিয়ে গোপাল রাজ দরবারে গিয়ে রাজাকে বললো মহারাজ আমি আপনার জন্য অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছি।

রাজা মাছটি দেখে তাকে ৫০০ শত টাকা উপহার দিলেন। ৫০০ টাকা পেয়ে গোপাল খুশি হয়ে যাচ্ছে। এমন সময় রাণী রাজাকে বললেন একটা মাছের জন্য আপনি তাকে ৫০০ শ টাকা দিয়ে দিলেন। আপনার যায়গায় আমি হলে ২৫০ টাকা দিতাম।

রাজা বললেন দিয়ে দিছি এখন আর কি করবো। রাণী বললেন আপনি এক কাজ করেন গোপালকে ডেকে জিজ্ঞেস করেন তোমার মাছ পুরুষ না মহিলা। সে যদি বলে মাছটি পুরুষ তাহলে আপনি বললেন আমি মহিলা মাছ পছন্দ করি। আর সে যদি বলে মাছটি মহিলা তাহলে আপনি বললেন আমি পুরুষ মাছ পছন্দ করি।

আপনার কথার সাথে মাছের মিল যখন হবে না তখন সে এমনিতে মাছ নিয়ে টাকা ফেরত নিয়ে চলে যাবে। রাণী কথা শুনে রাজা গোপালকে ডেকে বললেন গোপাল তোমার মাছটি পুরুষ না মহিলা।

গোপাল মূসকি হেসে বললো মহারাজ আমার মাছটি পুরুষও না মহিলাও না এটা হিজরা। তখন রাজদরবারের হেসে উঠলো। আর রাজা খুশি তাকে আরও ৫০০ টাকা দিলেন। গোপাল খুশি হয়ে ১০০০ টাকা নিয়ে যাচ্ছে।

এমন সময় গোপালের পকেট থেকে ৫ টাকা একটি কয়েন পড়লো আর সে ওটা উঠিয়ে মূখ দিয়ে চুমু খেতে কপালে লাগিয়ে পকেটে রেখে চলতে লাগলো। এমন সময় রাণী রাজাকে বললেন দেখছেন মহারাজ গোপাল কত লোভী ৫ টাকার লোভ ও ছাড়তে পারিনি।

তাকে শাস্তি দিন রাজা গোপালকে ডেকে বললেন তুমি ৫ টাকার কয়েন মাটি থেকে উঠিয়ে কপালে ও মূখে লাগিয়ে অপরাধ করেছো। তাই তোমাকে শান্তি পেতে হবে। গোপাল বললো মহারাজ আগে আমার কথা শুনেন

রাজা বললেন কি বলবে বলো গোপাল বললো আমি ৫ টাকার কয়েন মাটি থেকে উঠিয়ে কপালে ও মূখে লাগিছি এ জন্য  ওটা এক পাশে আপনার ছবি আর অন্য পাশে রাণী মার ছবি তাই।

গোপালে একথা শুনে রাজা আরো বেশি খুশি হয়ে তাকে আরো ১০০০ টাকা দিলেন। আর গোপাল  অনেক বেশি খুশি হয়ে বাড়ি চলে গেলো।

এদিকে রাজা রাজপ্রসাদের সবাই কে ডেকে বললেন তোমাদের মধ্যে কেউ বউয়ের কথায় চলবে না। বউয়ের কথা চললে  আমার মতো ৫০০ টাকার যায়গায় ২০০০ টাকা দিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url